বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কৃত
সহ-সমন্বয়ক ওমর ফারুক গ্রেফতার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে, ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা করা হয়েছিল।
মামলাটি ফেনী সদর উপজেলার আজিজুর রহমান রিজভীর পিতা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় দায়ের করেছিলেন।
ওমর ফারুক শুভ, যিনি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে, গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশ নেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার হয়েছিলেন। তবে, তিনি তার 'সমন্বয়ক' পরিচয় ধরে রেখে, বিভিন্ন কর্মসূচি ও সভায় অংশ নিতেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন, মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে শুভকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/এ্রওয়াই