Advertisement

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:২৩, ৭ জানুয়ারি ২০২৫

৭ ভারতীয় চোরাকারবারি গ্রেফতার

৭ ভারতীয় চোরাকারবারি গ্রেফতার
ছবি: সবার দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়াশি অভিযান চালিয়ে বিজিবি ৭ জন ভারতীয় চোরাকারবারিকে গ্রেফতার করেছে। ৬ জানুয়ারি, সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া, কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া, এবং কসবা উপজেলার সালদানদী এলাকায় অভিযান পরিচালনা করেন। 

গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকরা হলেন: 

১) দোজন দেব বার্মা (৩৫)
২) তমে দেব বার্মা (৩৩)
৩) বিমল দেব বার্মা (৩৬)
৪) মো. বাদশা মিয়া (৩০)
৫) মো. হোসেন মিয়া (৫৮)
৬) রাজু আহমেদ (২৬)
৭) সোহাগ হাসান (২৫)

এ ব্যক্তিরা ভারতের সিপাহীজলা জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার জন্য এসেছিল। 

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবের বিন জব্বার জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের চোরাচালান ও অনুপ্রবেশের সাথে সম্পর্ক থাকার কথা স্বীকার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদের ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: