রংপুরের মিঠাপুকুরে বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষার্থীদের পরিচয়পত্রে মুজিববর্ষের লোগো
রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে মুজিববর্ষের লোগো নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, সোমবার উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞানমেলায় অংশ নেয়। এসময় দেখা যায়, উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্রে মুজিববর্ষের লোগো রয়েছে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে।
এক ছাত্র প্রতিনিধি বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করলেও তার দোসরদের এখনও বিদায় করতে পারিনি। আজকের এ ঘটনা অবশ্যই পরিকল্পিত। আমরা মিঠাপুকুরের ছাত্রসমাজ দ্রুত এ আওয়ামী লীগের দোসর প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, আজকের বিষয়টি ভুলক্রমে হয়েছে। কাল থেকে আর হবেনা।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুজিববর্ষের লোগো থাকা নিয়ে হট্টগোলে নেসকোর সভা পণ্ড
একই দিনে রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মুজিববর্ষের লোগো প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সভার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো দেখানো হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ জানান। এতে সভা পণ্ড হয়ে যায় এবং জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সভা স্থগিত ঘোষণা করেন।
এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি অভিযোগ করেছেন যে, নেসকো মুজিববর্ষের লোগো ব্যবহার করে আওয়ামী লীগকে প্রমোট করার চেষ্টা করেছে, যা জনগণের বিরুদ্ধে। তিনি নেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এছাড়া, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, মুজিববর্ষের লোগো প্রদর্শন "ধৃষ্টতার শামিল" এবং নেসকো জেলা প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তিনি এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে, সভার বাইরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির সদস্যরা প্রিপেইড মিটার স্থাপন বিরোধী মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। তারা দাবি করেন যে, নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে এবং গ্রাহকদের হয়রানির শিকার হতে হবে।
নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল এই ঘটনায় বলেন, মুজিববর্ষের লোগো প্রদর্শন অগ্রহণযোগ্য এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন, তবে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।
সবার দেশ/কেএম