মেঘনায় নিখোঁজ শিশু সোহান উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে অপহরণ হওয়া সাত বছরের শিশু সোহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনার চর এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মেঘনা থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযানে অংশ নেয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আব্দুল আজিজ মিয়া, এসআই সুমন মিয়া ও এএসআই আল মামুন জিহাদী এবং কনস্টেবল জাহাঙ্গীর আলম অভিযানে যান। টানা অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে শিশুটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাসান আহমেদ উপজেলার পাড়ারবন গ্রামের রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সুমন মিয়ার ছেলে সোহান নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা করা হয়। পরে পুলিশকে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামান আমাদের সবার দেশ প্রতিনিধিকে বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। একাধিক জায়গায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
ওসি বলেন, এছাড়া আরও একজনকে সনাক্ত করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন- উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও স্বজনরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (২২ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইব্রাহীম খলিল মোল্লা/কুমিল্লা প্রতিনিধি