সাফারি পার্কের দেয়াল টপকে নীলগাই উধাও
গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই পালিয়েছে। ফিরিয়ে আনতে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাজুড়ে অভিযান চালাচ্ছে পার্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাজীপুর সাফারি পার্কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পাঁচ দিন ধরে নীলগাইকে ধরার জন্য অভিযান চলছে।
পার্ক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিরাপদ বেষ্টনীর ভেতরে প্রাণীগুলো ঘুরতে ছিলো। দুপুর সাড়ে ১২ টার দিকে পার্কের পুরাতন দেয়াল ভেঙে সেটি টপকিয়ে একটি নীলগাই উধাও হয়ে যায়। খোঁজ পেয়ে পার্ক কর্তৃপক্ষ প্রাণীটিকে ধরার জন্য অনেক চেষ্টা করছেন।
পাঁচ দিন ধরে নীলগাই প্রাণীটি আশপাশের কয়েকটি উপজেলার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলো। নীলগাইটিকে ধরার জন্য কতৃর্পক্ষ অভিযান চালিয়েছেন। অবশেষে প্রাণীটি যেনো কোনও মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, সাফারি পার্কের পুরাতন দেয়াল ভেঙে সেটি টপকিয়ে একটি নীলগাই উধাও হয়েছে। খবর পেয়ে পাঁচ দিন ধরে নীলগাইটিকে ধরার চেষ্টা করছি। জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। সাফারি পার্কের পুরাতন দেয়াল মেরামত করা জরুরি হয়ে পড়েছে। তা নাহলে বাকি প্রাণীগুলো যেকোনো সময় পালিয়ে যেতে পারে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, নীলগাই উধাও হওয়ার বিষয়ে আমি অবগত নই। সাফাই পার্ক কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাননি। তারা সহযোগিতা চাইলে আমরা সার্বিক সহযোগিতা করবো।
সবার দেশ/কেএম