আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর (২০২৫ সাল) থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে। অনলাইনে রিটার্ন না দেয়ার কোনো উপায় নেই। পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতে হবে। অনলাইনে রিটার্ন জমায় সময় ও অর্থ বাঁচে।
তিনি বলেন, এবার অনলাইনে রিটার্ন জমার হার সফলভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হবে।
অনলাইন রিটার্নের সুবিধা:
✔️ সময় ও খরচ সাশ্রয়
✔️ স্বয়ংক্রিয় ক্যালকুলেশন (ট্যাক্স রেট ও করযোগ্য আয় নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই)
✔️ ভুলের দায় করদাতার নয়, এনবিআরের
✔️ অডিট সিস্টেম স্বচ্ছ ও স্বয়ংক্রিয়
অটোমেটেড কর ব্যবস্থার লক্ষ্য:
✅ ক্লাউড সার্ভার সংরক্ষণ: জমাকৃত রিটার্ন দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকবে
✅ মোবাইল অ্যাপস: করদাতারা সহজেই রিটার্ন জমা দিতে পারবেন
✅ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার: স্বয়ংক্রিয়ভাবে নিরীক্ষার জন্য ফাইল বাছাই করা হবে
কেন বাধ্যতামূলক হচ্ছে?
➡️ অনলাইন রিটার্ন পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে
➡️ কর ফাঁকি রোধ করা সম্ভব
➡️ রিটার্ন জমায় স্বচ্ছতা নিশ্চিত হবে
➡️ করদাতাদের অডিট নিয়ে অহেতুক হয়রানি কমবে
এনবিআর ভবনে অনুষ্ঠিত ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। কর্মশালায় বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, ব্যাংক ও মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধি, ট্যাক্স অ্যাসোসিয়েশন ও একাউন্টিং প্রতিষ্ঠানগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম