Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

স্বামীসেবার জন্য মুক্তি চাইলেন দীপু মনি

স্বামীসেবার জন্য মুক্তি চাইলেন দীপু মনি
ফাইল ছবি

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। 

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) এ বিষয়ে শুনানি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দীপু মনির আইনজীবীর মাধ্যমে আবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।

আবেদনে বলা হয়, তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেবার জন্য তার পাশে থাকা প্রয়োজন। শুনানি শেষে ট্রাইব্যুনাল দীপু মনিকে প্যারোলের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ২৮ এপ্রিল দীপু মনির প্যারোলের আবেদন ট্রাইব্যুনাল আমলে নেয়নি, জানিয়ে দিয়েছিলো যে প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। গত ১ আগস্ট রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে

একই দিনে, ট্রাইব্যুনালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ এ বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, যা ট্রাইব্যুনালের বিচারকাজে হুমকি হিসেবে বিবেচিত। 

এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের নীলনকশা: গণতান্ত্রিক সংস্কার জোট
হাদির পরিবারের পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
ভারত থেকে ৮০ জন আততায়ী অনুপ্রবেশ করেছে দেশে
হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
জুলাইযোদ্ধাদের সুরক্ষা ছাড়া ইউনূসের সাফল্য ‘থ্রি জিরো’