Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১৭ মার্চ ২০২৫

অবৈধ ইটভাটা বন্ধের মামলায় ডিসি-ডিজিদের প্রতিবেদন দাখিল

অবৈধ ইটভাটা বন্ধের মামলায় ডিসি-ডিজিদের প্রতিবেদন দাখিল
ফাইল ছবি

অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে করা মামলায় আদালতের নির্দেশে রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিভাগীয় কমিশনারসহ পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিয়ে প্রতিবেদন দাখিল করেছেন।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আদালতের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হয়নি উল্লেখ করে মনজিল মোরসেদ বলেন, অনেক ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও তারা পুনরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কখনও কখনও জরিমানা করা হলেও, আইন অনুযায়ী দুই বছরের কারাদণ্ড দেয়া হয়নি।

তিনি মোবাইল কোর্টকে সহযোগিতা করতে স্থানীয় প্রশাসনকে আদেশ প্রদানের আবেদন জানান।

বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর আদালতে রিট মামলাটির উপরে শুনানি হয়। শুনানি শেষে আদালত পাঁচ বিভাগের কমিশনার ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। পাশাপাশি, যে নির্দেশনাগুলো বাস্তবায়ন হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। কতিপয় ইট ভাটা মালিকের আবেদনের প্রেক্ষিতে তাদের আবেদনের শুনানির জন্য আগামীকাল (১৮ মার্চ) দিন ধার্য করেন।

এর আগে ইটভাটা মালিক সমিতি আদালতে একটি আবেদন দাখিল করে, যাতে পূর্ববর্তী আদেশ সংশোধন করে জিগজ্যাক পদ্ধতিতে চলমান লাইসেন্সবিহীন ইটভাটাগুলোর কার্যক্রম চালু রাখার অনুমতি চাওয়া হয়েছে।

আজকের শুনানিতে HRPB-এর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, সহকারী অ্যাডভোকেট মোহাম্মদ ছরওয়ার চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর. হক ও ডিএজি মোঃ তামিম। পরিবেশে অধিদফতরের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন এডভোকেট মুনতাসির আহমেদ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: