Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:০৩, ১০ এপ্রিল ২০২৫

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না পেলেন আগাম জামিন

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না পেলেন আগাম জামিন
ফাইল ছবি

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী শারমীন আক্তার তামান্না আগাম জামিন পেয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, তামান্নার বিরুদ্ধে করা মামলাটি চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হয়। গত ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়ের করা ওই মামলায় সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

ফেসবুক ভিডিও ভাইরাল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হেয় করার অভিযোগ

সাজ্জাদের গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না শারমীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়— আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না।

এ ধরনের বক্তব্যে দেশের বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে অবমাননাকর ও হুমকিমূলক ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠে। বিষয়টি সামাজিক ও প্রশাসনিক পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুন <<>> ‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো’

জোড়া খুনের ঘটনায় হুকুমের আসামি

৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্রাইভেট কারে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করে অস্ত্রধারীরা। নিহতরা হলেন—বখতিয়ার হোসেন মানিক এবং মো. রিয়াজ উদ্দিন। এ ঘটনার পেছনে সাজ্জাদ ও অপর প্রতিপক্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে চলমান বিরোধ জড়িত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সরোয়ারকে সহযোগিতা করার দায়ে তার লোকদের ওপর হামলা চালিয়েছে সাজ্জাদের অনুসারীরা।

নিহত মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় কারাবন্দি সাজ্জাদকে এবং হুকুমদাতা হিসেবে তার স্ত্রী তামান্না শারমিনের নামও উল্লেখ করা হয়।

সাজ্জাদের বিরুদ্ধে ১৫ মামলা, রিমান্ডে তদন্ত চলছে

চট্টগ্রামের অপরাধজগতে ভয়ংকর পরিচিতি রয়েছে সাজ্জাদের। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সর্বশেষ তাকে ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে জনতার সহায়তায় গ্রেফতার করে পুলিশ। এর আগে, ফেসবুক লাইভে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হুমকি দিয়ে আলোচনায় আসেন তিনি। পরে পুলিশ কমিশনার তার বিরুদ্ধে তথ্য দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন।

সাজ্জাদ বর্তমানে চান্দগাঁও থানার ইট-বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যাকাণ্ডের মামলায় রিমান্ডে রয়েছেন।

সবার দেশ/কেএম