Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪০, ২১ এপ্রিল ২০২৫

এটিএম আজহারের আপিল শুনানি কাল 

এটিএম আজহারের আপিল শুনানি কাল 
ফাইল ছবি

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আগামীকাল (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে। 

সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ, জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে।

আদালতে আজহারের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং প্রসিকিউশনের পক্ষে ছিলেন এডভোকেট গাজী এমএইচ তামিম।

গত ২৬ ফেব্রুয়ারি আজহারের রিভিউ আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ ২২ এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করে। আদালত আবেদনকারীকে সপ্তাহের মধ্যে এবং প্রসিকিউশন পক্ষকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় বহাল রাখে। পরে ২০২০ সালের ১৯ জুলাই আজহার রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করেন।

সবার দেশ/কেএম