মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি বুধবার

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার (২৩ এপ্রিল)।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে মামলাটিকে ‘অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তিযোগ্য’ হিসেবে চিহ্নিত করে হাইকোর্টে পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) হাইকোর্টের কার্যতালিকায় এ বিষয়ে জানানো হয়। মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে র্যাব ১৫ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৩ ডিসেম্বর চার্জশিট দেয়, যেখানে হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন। রায়ে বহুল আলোচিত টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মামলায় এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, এবং স্থানীয় তিনজন—নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাত আসামিকে খালাস দেয়া হয়।
রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। এখন এ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ।
এ মামলার রায় ও পরবর্তী আপিল প্রক্রিয়া দেশের নিরাপত্তা বাহিনী, পুলিশি দায়িত্ব ও বিচারব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ নজির হয়ে আছে।
সবার দেশ/কেএম