Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ৩০ এপ্রিল ২০২৫

চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন

চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন
ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এ মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এরপর একাধিকবার তার জামিন আবেদন নাকচ হয়, যার মধ্যে গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করেন।

সবার দেশ/কেএম