প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন ৫০ বিচারক
ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এ অনুমতি সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় প্রদান করেছে।
প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজসহ সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন করা হয়েছে। প্রশিক্ষণটি আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভারত সরকার প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় নেই। এ প্রশিক্ষণ বিনিময় ২০১৭ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছিল। এ স্মারকের পর, ২০১৭ সালের ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো বিচার বিভাগীয় কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নেন।
এছাড়া, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ও অন্যান্য রাজ্যের জুডিসিয়াল একাডেমি, তাদের উচ্চ আদালতের বিচারকদের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাংলাদেশও এ প্রক্রিয়ার অংশ হয়ে তাদের বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধি করতে সহযোগিতা পাচ্ছে।
সবার দেশ/এফএ