জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
খালেদা জিয়ার আপিল শুনানি বুধবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ৮ জানুয়ারি বুধবার, বুধবার নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
শুনানির সময় খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবীরা, যেমন জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ও অন্যান্য আইনজীবীরা।
তাদের যুক্তি ছিল, হাইকোর্ট বিভাগে খালেদা জিয়াকে যে সাজা দেয়া হয়েছে, তাতে আইন অনুযায়ী মারাত্মক ব্যত্যয় ঘটেছে। তারা আরও দাবি করেন, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে, তা আসলে সুরক্ষিত অবস্থায় রয়েছে। তাদের মতে, এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখতেই এই সাজা দেয়া হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর, আপিল বিভাগ খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এবং তার ১০ বছরের সাজা স্থগিত করেন। একই সাথে, খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ে তার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। তবে, এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং তাদের প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ মামলায় পলাতক দেখানো হয়েছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ও মমিনুর রহমান।
সবার দেশ/এফএস