Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ১২ জানুয়ারি ২০২৫

চানখারপুলে গণহত্যা: আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

চানখারপুলে গণহত্যা: আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
ফাইল ছবি

শাহবাগ থানার মামলায় গ্রেফতারকৃত আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আজ ট্রাইবুনালে হাজির করা হয়।। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৩/০২/২০২৫ ইংরেজি তারিখে উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য আছে।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ। অন্যদিকে সুজন হোসেনের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। 

উল্লেখ্য ৫ই আগস্ট বেলা ১১ টায় চারখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে উক্ত সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছে যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সে সকল ভিডিওর স্থিরচিত্র আজ আমরা ট্রাইব্যুনালে দাখিল করা করি, জানালেন সুলতান মাহমুদ।

ট্রাইব্যুনালে চেয়ারম্যান সহ অপর দুই সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম, প্রসিকিউটর মোঃ মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, মনোয়ার হোসেন তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম