Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ জানুয়ারি ২০২৫

আদালতের নির্দেশে নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠন

প্রিপেইড মিটারের অভিযোগ তদন্তের রিপোর্ট মার্চে 

প্রিপেইড মিটারের অভিযোগ তদন্তের রিপোর্ট মার্চে 
ফাইল ছবি

বিদ্যুৎ প্রিপেইড মিটার সম্পর্কিত সকল অভিযোগ তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য ইতোপূর্বে গঠিত স্বাধীন তদন্ত কমিটিকে ৩০শে মার্চ ২০২৫ এর মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশনা জারি করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজী এর দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রিটকারীদের শুনানীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব এ. এম. জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান এবং মোঃ জাকির হায়দারের রিট আবেদনের প্রেক্ষিতে, গত ১২ই জুন ২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি ডিভিশন বেঞ্চ পত্রিকায় প্রকাশিত বিদ্যুৎ প্রিপেইড মিটার সম্পর্কিত সকল অভিযোগ তদন্তের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ দ্বারা কেন একটি নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠনের আদেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করেন।

রুল শুনানিকালীন, বিবাদীদের প্রতি নির্দেশ দেয়া হয় যে, উক্ত অভিযোগগুলোর তদন্তের জন্য উপযুক্ত বিশেষজ্ঞদের নিয়ে দুই মাসের মধ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। কিন্তু পরবর্তীতে উক্ত রিপোর্ট দাখিল না হওয়ায়, রিট পিটিশনারদের পক্ষে রিপোর্ট দাখিলের নির্দেশনা চেয়ে একটি দরখাস্ত দাখিল করা হয়। 

আজ উক্ত দরখাস্তের শুনানি অনুষ্ঠিত হয়। দরখাস্তকারীদের পক্ষে শুনানি করেন জনাব আব্দুল্লাহ আল হাদী। ডেস্কোর পক্ষে শুনানি করেন জনাব মোখলেছুর রহমান এবং ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষে শুনানি করেন জনাব জুবায়ের রহমান।

জনাব মোখলেছুর রহমান মহামান্য আদালতকে অবহিত করেন যে ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং মার্চ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন হয়ে যেতে পারে। দরখাস্তটি শুনানি অন্তে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজী এর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: