সবার আগে সব খবর নিয়ে এলো ‘সবার দেশ’
৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে পাকিস্তানকে পরাজিত করে অর্জিত আমাদের গর্ব লাল সবুজের পতাকা। বায়ান্নর পর একাত্তরে আমাদের স্বাধীনতার সোপান তৈরি হয়। এরই ধারাবাহিকতায় চব্বিশের বিপ্লবে আধিপত্যবাদী ভারতের প্রত্যক্ষ মদদপুষ্ট ফ্যাসিস্ট উৎখাতের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ পেলো আমাদের স্বাধীনতা। এ বিজয় সম্মিলিত ছাত্র-জনতার। এ বিজয় বিশ্বের মুক্তিকামী সকল মানুষের চাওয়া।
সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। এ সময়ের আন্দোলন দেশ গড়ার আন্দোলন। এ আন্দোলনে সম্মিলিত ছাত্র-জনতার সারথী হিসেবে পাশে থাকবে ‘সবার দেশ’। সবার হয়ে কথা বলবে ‘সবার দেশ’। সবাই কথা বলবে ‘সবার দেশ’-এ। সব ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ‘সবার দেশ’। দেশী-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনতার পাশে থাকবে ‘সবার দেশ’।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ‘বাংলাদেশ’ নিছক কোনো ভূ-খন্ড নয়। এটি বৈষম্যমূলক সমাজ বাবস্থায় স্বাধীন মত প্রকাশের দেশ। হিন্দু, মুসলিম, খৃস্টান, বৌদ্ধসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মানের সঙ্গে সহাবস্থানের দেশ। এ দেশ শুধু বাঙালির নয়। পাহাড়ে-সমতলে ভিন্ন ভাষাভাষী সব মানুষের দেশ। তেমনি বিভিন্ন মত-পথের তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘সবার দেশ’। এ লক্ষ্য সামনে রেখে অবাধ তথ্য-প্রবাহে নতুন সংযোজন ‘সবার দেশ’। পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরা ‘সবার দেশ’ও আছি আপনার পাশে।
সম্পাদক
২২ ডিসেম্বর ২০২৪