Advertisement

আবু ইউসুফ


প্রকাশিত: ০১:৩৪, ১ জানুয়ারি ২০২৫

৮১ বছর পরও মুসোলিনি ইতালিতে ঘৃণিত, হাসিনা কেনো নয়?

৮১ বছর পরও মুসোলিনি ইতালিতে ঘৃণিত, হাসিনা কেনো নয়?
ছবি: সবার দেশ

ইতালির ফ্যাসিস্ট শাসক  বেনিতো মুসোলিনির নাম  কে না জানে? ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন । ১৯৪৫ সালে তার মৃত্যুদ- কার্যকর হয়। সম্ভবত ‘ফ্যাসিস্ট’ শব্দটাই বহুল প্রচলিত হয়েছে মুসোলিনির শাসন আমল থেকে।

ইতালি ফুটবলপ্রিয় জাতি হলেও দেশপ্রেমের  ক্ষেত্রে তারা ছাড় দেন না ফুটবলের ইশ্বরকেও। সেই ৮১ বছর আগে মৃত্যুদন্ড পাওয়া মুসোলিনির বংশধর এখন খেলছেন ইতালির ফুটবল লিগে! ‘রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি’ নামের ২১ বছর বয়সী এ ফুটবলার ‘মুসোলিনি জুনিয়র’ নামে পরিচিত।

মুসোলিনি জুনিয়র সম্পর্কে বেনিতো মুসোলিনির প্রপৌত্র বা নাতির ঘরের পুতি। তার দূর সম্পর্কের দাদী হলেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। হুট করেই রোমানোর গণমাধ্যমের শিরোনামে আসার কারণ, তিনি গত ২২ ডিসেম্বর রাতে ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় স্তর সিরি ‘বি’তে গোল করে দলকে জিতিয়েছেন মুসোলিনি জুনিয়র। ২১ মিনিটে করা ফ্লোরিয়ানির গোলেই জয় পায় জুভ স্তাবিয়া।

মজার ব্যাপার হচ্ছে, মাঠে খেলার সময় রোমানোকে স্বস্তি দেয়নি দর্শকরা। তার গোলের পর স্টেডিয়ামের মাইকে ‘রোমানো’ নামটি যতবারই বলা হয়েছে, সমর্থকেরা এর প্রতিক্রিয়ায় ততোবারই ‘মুসোলিনি’ বলেছেন। শুধু তাই নয়, দর্শকরা দাঁড়িয়ে সামনে ডান হাত বাড়িয়ে ‘রোমান স্যালুট’ দিয়েছেন, যেটি সাধারণত ‘ফ্যাসিস্ট স্যালুট’ হিসেবে পরিচিত।

বেচারা রোমানো দর্শকদের থামাতে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইঙ্গিত করেছেন। ম্যাচ শেষে রোমানো বলেছেন, আমার প্রপিতামহ  বেনিতো মুসোলিনি ইতালিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু এটা ২০২৪ সাল এবং পৃথিবীও পাল্টে গেছে। তবে ধ্যানধারণা  তো সব সময় থাকবেই। কিন্তু আমার কাজের সঙ্গে এর  কোনো সম্পর্ক  নেই এবং এটি দিয়ে আমাকে মূল্যায়নও করবেন না। যদি আমার ডাকনাম নিয়ে কারও আপত্তি থাকে এবং তাদের যদি চুপ করাতে হয়, তবে  সেটি আমি করব।

বিশ্বের ইতিহাসে ভারতে বিতাড়িত  শেখ হাসিনার চরিত্রের সাথে ফ্যাসিস্ট, স্বৈরাচার, চোর, ডাকাত, লুটেরা, দানব কোনো অবিধাই মানানসই হয় না।  তিনি এ সব ক্লাশ অতিক্রম করেছেন বহু আগেই।  

বাংলাদেশে জুলাই বিপ্লবের রক্ত এখনও শুকায়নি। অনেকের শরীরের দগদগে ক্ষত বেয়ে পুঁজ পড়ছে। মারাত্মক আহতদের কেউ কেউ মারা যাচ্ছে এখনও। অথচ খুনি হাসিনার ভারতে পলায়নের ৮১ দিন না যেতেই সুশীল নামধারী অনেকেই তাকে ফ্যাসিস্ট বলতে লজ্জা পান। তাকে পুনর্বাসনের স্বপ্ন দেখেন। ৮১ বছর পরও মুসোলিনি ইতালিতে ঘৃণিত হলে হাসিনা কেনো নয়?

সম্পাদক
১ জানুয়ারী ২০২৫

সম্পর্কিত বিষয়: