পেট্রোলিয়াম ও মাইনিং ইন্জ্ঞিনিয়ারিং বিভাগ চুয়েট
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. ইসলাম
জ্বালানি বিশেষজ্ঞ, সফল গবেষক ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ ইসলাম মিয়া। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামনগর ছোয়ানি গ্রামে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করে। তার পিতা মোঃ জাকির হোসেন এবং মাতাঃ মনোয়ারা বেগম। তিনি কৃতিত্বের সঙ্গে মেঘনার দৌলত হোসেন সরকারি হাই স্কুল থেকে এসএসসি (২০০২) এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি (২০০৪) পাস করেন।
পরবর্তীতে তিনি পেট্রোলিয়াম এন্ড মাইনিং প্রকৌশল বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (২০১১) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং (২০১৪) ডিগ্রী লাভ করে।
কানাডার স্বণামধন্য বিশ্ববিদ্যালয় (মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন তিনি । চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পেট্রলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ড. ইসলাম। তিনি গত ১৯ ডিসেম্বরে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেন।
অধ্যাপক ইসলাম চুয়েটের উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) এবং হলের সহকারী প্রভোস্ট পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সোসাইটি অব পেট্রোলিয়াম ইন্জিনিয়ার্স (এসপিই) এর বাংলাদেশ সেকশনের সাধারন সম্পাদক।
গত ১২ বছর যাবত তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গবেষণা কর্মের সাথে সম্পৃক্ত আছেন। উচ্চতর স্বনামধন্য গবেষণার জন্য চুয়েট থেকে পরপর দুইবার ‘বেস্ট গবেষণা এ্যাওয়ার্ড’ লাভ করেন তিনি। তার গবেষণার বিষয়বস্তু- গ্যাসের মজুত নির্ধারন, টেকসই ও নিরাপদ কূপ খনন, জিওমেকানিক্স, কোল মাইনিং, জ্বালানি নিরাপত্তা এবং মেশিন লার্নিং/কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ প্রভৃতি।
ড. ইসলাম আন্তর্জাতিক স্বনামধন্য জার্নাল ও সম্মেলনে ৪০ (চল্লিশ) এর অধিক গবেষণাপত্র প্রকাশ করেন। ‘সবার দেশ’ প্রতিনিধির প্রশ্নের প্রেক্ষিতে অধ্যাপক মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে আমার জন্মভূমির মানুষের সেবা করতে চাই। বাংলাদেশে টেকসই জ্বালানি নিরাপত্তা বিষয়ে অধিকতর গবেষণা, সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং কমিশন/কোম্পানীর নীতিনির্ধারনে সহযোগিতা করতে চাই।
উল্লেখ্য যে, চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইন্জ্ঞিনিয়ারিং বিভাগ এর প্রথম অধ্যাপক হলেন ড. মোহাম্মদ ইসলাম মিয়া।
সবার দেশ/এওয়াই