নতুন ছাত্র সংগঠনের সূচনা হাতাহাতিতে

শিক্ষার্থীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাবি শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
বিকেল ৩টায় সংগঠনের নাম ও কমিটি ঘোষণার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত সেটি দেয়া সম্ভব হয়নি। তবে ৪টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে হট্টগোল শুরু করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন।
এতে সাংবাদিকসহ দুপক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে স্বতন্ত্র ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে স্লোগান দিচ্ছেন রাজধানীর উত্তরা থেকে আগত একদল শিক্ষার্থী।
এসময় তারা 'সিন্ডিকেটের রাজনীতি, মানি না, মানবো না','সিন্ডিকেটের কমিটি, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,' 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না' 'রিফাত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' প্রভৃতি স্লোগান দেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, রিফাত রশীদ ইচ্ছে করে কিছু শিক্ষার্থীদের নিয়ে এ কাজ করাচ্ছে।
তবে এবিষয়ে স্লোগানরত শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা কিছু বলতে রাজি হয়নি।
সবার দেশ/কেএম