Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সমন্বয়কদের ওপর হামলার জের

বাংলামোটর অবরোধ শিক্ষার্থীদের, ঢাকা ব্লকের হুমকি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। ঢাকা ব্লক করা হবে।

বাংলামোটর অবরোধ শিক্ষার্থীদের, ঢাকা ব্লকের হুমকি
ছবি: সবার দেশ

সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় শাহবাগ চত্বর থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করলে ঢাকা ব্লকের হুমকি দেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। ঢাকা ব্লক করা হবে।

মুখ্য সংগঠক যুবরাজ বলেন, একটা সিন্ডিকেট মাঠে নেমেছে জুলাই বিপ্লবের ছাত্রদের রাজনীতি বন্ধ করতে। আমরা সেটা হতে দেবো না। যারা আমার ভাইয়ের ওপর হামলা করলো তাদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

একই সাথে তারা নতুন ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা শহীদ মিনারের চত্বরে দেয়ার দাবি জানান তারা।
 
সবার দেশ/কেএম