বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
নিয়োগ ইস্যুতে উত্তপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বুধবার (৫ মার্চ) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
ঘোষণায় বলা হয়, নিরাপত্তার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ উপেক্ষা করে কেউ প্রবেশ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে উপাচার্য কার্যালয়ে টানা উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দফায় দফায় হট্টগোল হয়। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে সাংবাদিকদের বাধা দেন।
সবার দেশ/এনএন