Header Advertisement

Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ৬ মার্চ ২০২৫

ইবির তিন দফতরে নতুন মুখ

ইবির তিন দফতরে নতুন মুখ
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন দফতরে নতুন দফতর প্রধান নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে উপ-রেজিস্ট্রার মো. মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান পিকুল এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদে উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদকে নিয়োগ দেয়া হয়েছে। 

পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন। তারা সকলেই বিধি মোতাবেক এসব পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।

এর আগে গত মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়।

সবার দেশ/এনএন