Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ১০ মার্চ ২০২৫

বুয়েটে চান্স পাওয়া শান্ত’র দায়িত্ব নিলেন তারেক রহমান

বুয়েটে চান্স পাওয়া শান্ত’র দায়িত্ব নিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বুয়েট ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি ও পড়ালেখা অনিশ্চিত হওয়া মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের শিক্ষা ব্যয়ের দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ এর কর্মকর্তারা সোমবার শান্ত’র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শান্ত’র ভর্তি ও আনুসঙ্গিক খরচের জন্য প্রাথমিক অনুদানের অর্থ হস্তান্তর করেন।

এছাড়া শান্ত’র পরিবারকে জানানো হয়েছে, তার পড়াশোনার পুরো খরচ বহন করবেন তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক। সেবামূলক এ সংগঠনের আহবায়ক সাংবাদিক রুমন রহমানসহ কর্মকর্তারা অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন। এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক রুমানা মাহমুদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শান্ত বিশ্বাস ও তার বাবার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তারেক রহমান আজ বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় শান্ত বিশ্বাসের সংবাদ পেয়ে তার সাথে দেখা করতে ও শুভকামনার বার্তা পৌঁছে দিতে শান্ত বিশ্বাসের পরিবারের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের ভবিষ্যৎ আরও সাফল্য কামনা করেছেন। 

উল্লেখ্য, দরিদ্র পরিবারের সন্তান শান্ত বিশ্বাস। তার বাবা বাড়িতে শিঙাড়া তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। মা বাড়িতে সুতা কেটে যে টাকা আয় করেন, তা দিয়েই কোনওমতে চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে পড়ালেখা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত। কিন্তু অর্থাভাবে তার ভর্তি ও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

শান্ত বিশ্বাস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের কল্পনা বিশ্বাস ও জয়কৃষ্ণ বিশ্বাস দম্পতির ছেলে। দুই ভাইবোনের মধ্যে শান্ত বড়। ছোট বোন তৃষ্ণা বিশ্বাস স্থানীয় চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

সবার দেশ/এনএন