চাঁদ আলীর পিএইচ.ডি অর্জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের গবেষক মো. চাঁদ আলী পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিলো ‘Racial Conflict in India Exposed Through Satire: An Exploration of Aravind Adiga’s Major Novels’।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদ আলী (রেজি নং- ৪০, শিক্ষাবর্ষ ২০১৬-১৭) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামানের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ১২৯তম একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং ২৬৭তম সিন্ডিকেট সভার অনুমোদনের পর গত ২৬ ফেব্রুয়ারি তাকে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়।
গবেষণা সম্পর্কে মো. চাঁদ আলী বলেন, আমার গবেষণার মাধ্যমে ইংরেজি সাহিত্যের নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করি। অরবিন্দ আদিগা তার উপন্যাসগুলোর মাধ্যমে ভারতীয় সমাজের শ্রেণিবৈষম্য ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। আমি সেটিকে উত্তর-আধুনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছি।
তিনি আরও বলেন, ইংরেজি সাহিত্যের ইতিহাসে যেসব ব্যঙ্গ সাহিত্যিক ছিলেন, তাদের কৌশল বিশ্লেষণ করে আদিগার লেখার সঙ্গে তুলনা করেছি। উত্তর-আধুনিক ব্যঙ্গ সাহিত্যের আলোকে তার রচনাগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের চেষ্টা করেছি।
সবার দেশ/কেএম