Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ১৭ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত বছরের জুলাই আন্দোলনের সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সোমবার (১৭ মার্চ) এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাবির সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, এ কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ৫০০ পৃষ্ঠার সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রক্টর জানান, জুলাই আন্দোলনে শিক্ষকদের ভূমিকা নিয়েও একটি আলাদা কমিটি কাজ করছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

সবার দেশ/কেএম