Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৮ মার্চ ২০২৫

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের সাদ্দাম-ইনান- শয়ন ঢাবি থেকে বহিষ্কৃত

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের সাদ্দাম-ইনান- শয়ন ঢাবি থেকে বহিষ্কৃত
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে মোট ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে তখন ব্যক্তিগতভাবে কারও নাম প্রকাশ করা হয়নি। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে, মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গ ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-বিধি লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বহিষ্কৃত শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত নিয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, তাদের হামলার প্রতিবাদে এ আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে তা পরে গণ-আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং আন্দোলনের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যান।

সবার দেশ/কেএম