Header Advertisement

Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইবি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০১:৩৯, ২৭ মার্চ ২০২৫

ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সে চেনা রাস্তা, পরিচিত মানুষ, শৈশবের স্মৃতি, বন্ধু-বান্ধব আর পরিবারের সান্নিধ্য— এসবের কথা মনে হলেই মনে পড়ে সেই চিরচেনা গান, ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’। মনের মধ্যে তখন এক অদ্ভুত ছন্দ বেজে ওঠে, বয়স বাড়লেও মনের দিক দিয়ে এখনও আমি সে আগের মতোই রয়ে গেছি।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ছবি: সবার দেশ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবারের সান্নিধ্যে ফিরে যাওয়ার উচ্ছ্বাস। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার এ উপলক্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মনে কাজ করে এক অন্যরকম অনুভূতি। কেউ দিন গুনতে থাকেন, কেউ আগেভাগেই টিকিট কেটে রাখেন, আবার কেউ ব্যাগ গোছানোর আনন্দেও খুঁজে পান প্রশান্তি। বাড়ির উদ্দেশে যাত্রার শুরুতেই শিক্ষার্থীদের মনে বাজতে থাকে চেনা সুর— ‘সবপ্ন যাবে বাড়ি আমার’।   

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, ক্লাস, পরীক্ষা, টিউশনের চাপ সামলে ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। শিক্ষার্থীরা জানান, বছরের অন্য সময়ের তুলনায় ঈদে বাড়ি ফেরার অনুভূতিটাই আলাদা, যেন নতুন করে শেকড়ের টান অনুভূত হয়।  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস আলম ঈদের ছুটিতে বাড়ি ফেরার অনুভূতি ব্যক্ত করে বলেন, ঈদের ছুটি হবার আগ থেকেই কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করে। কখন বাড়ি যাবো, কবে প্রিয়জনদের সঙ্গে দেখা হবে— এসব ভাবতেই অন্যরকম উত্তেজনা কাজ করে। সে চেনা রাস্তা, পরিচিত মানুষ, শৈশবের স্মৃতি, বন্ধু-বান্ধব আর পরিবারের সান্নিধ্য— এসবের কথা মনে হলেই মনে পড়ে সেই চিরচেনা গান, ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’। মনের মধ্যে তখন এক অদ্ভুত ছন্দ বেজে ওঠে, বয়স বাড়লেও মনের দিক দিয়ে এখনও আমি সে আগের মতোই রয়ে গেছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেজবাউল আহসান পুষ্প বলেন, উচ্চশিক্ষার জন্য বাড়ি ছাড়ার পর দীর্ঘদিন বাসায় থাকা হয়ে ওঠে না। ঈদের ছুটিতে যখন সুযোগ আসে, তখন সব ব্যস্ততা ভুলে গিয়ে শুধু বাড়ি ফেরার আনন্দেই মন ভরে যায়। এবারের ছুটিতে প্রায় ২০ দিনের বিরতি পেয়েছি, যা আমার জন্য বিশেষ আনন্দের। ট্রেনে ওঠার পর থেকেই মনে হচ্ছিল, আর কতক্ষণ, কবে বাড়ি পৌঁছাবো! আর যখন বাসার আঙিনায় পা রাখলাম, তখন রাজশাহীতে কাটানো সময়ের শূন্যতা নিমেষেই উধাও হয়ে গেলো।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মামুন বলেন, সারা বছর ক্লাস, অ্যাসাইনমেন্ট, টিউশনের ব্যস্ততায় দিন কেটে যায়। ঈদের ছুটি মানেই যেন মুক্তির স্বাদ! ছোটবেলায় ঈদ মানে ছিল নতুন পোশাক, সেমাই-পায়েস আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো। এখন ঈদ মানে পরিবারের সঙ্গে সময় কাটানো, বাবা-মায়ের মুখে প্রশান্তির হাসি দেখা। ঢাকার ব্যস্ততা আর কোলাহল পেছনে ফেলে যখন বাড়ির পথে রওনা দেই, তখন এক অন্যরকম শান্তি অনুভব করি। স্টেশনে কিংবা বাস কাউন্টারে ভিড় দেখে মনে হয়, সবাই যেন এক আবেগেই বাড়ি ফেরার জন্য ছুটছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বছরের প্রতিটি দিনই নির্ধারিত রুটিনের মধ্যে বাঁধা। ক্লাস, পরীক্ষা, পড়াশোনার চাপের মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানো যেন স্বপ্নের মতো হয়ে যায়। কিন্তু ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ সত্যিই অন্যরকম। বাস কিংবা ট্রেনে ওঠার পর থেকেই মনে হয়, আমি যেন সত্যিকারের নিজের জায়গায় ফিরছি। আর যখন বাড়ির আঙিনায় পা রাখি, তখন সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। ঈদ শুধু একটা উৎসব নয়, বরং এটি আমাদের পরিবার ও শিকড়ের সঙ্গে সংযোগের এক অনন্য উপলক্ষ।

শিক্ষার্থীদের জন্য ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি তাদের পরিবারের জন্যও সমান গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে তারাও আনন্দিত। তাই ঈদ শুধু উৎসবের নয়, এটি পরিবার ও আপনজনদের সঙ্গে ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার সময়।

সবার দেশ/এমকেজে