Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১৭ এপ্রিল ২০২৫

ঢাবির গ ইউনিটে পুনঃ পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবির গ ইউনিটে পুনঃ পরীক্ষার তারিখ ঘোষণা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিট (গ ইউনিট)-এর পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ মে ২০২৫ অনুষ্ঠিত হবে। পরীক্ষা বিকেল ৩:০০ থেকে ৩:৪৫ পর্যন্ত চলবে। 

এ তথ্য বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান এবং মানবিক শাখার শিক্ষার্থীদের এ পুনঃ পরীক্ষায় অংশ নিতে হবে না। এ দুই শাখার ভর্তিচ্ছুদের ফলাফল আগামী ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, বেলা ১১:০০ টায় প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখা থেকে ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম পূরণ এবং বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।

পুনঃ পরীক্ষার পটভূমি

গত ১৩ এপ্রিল ২০২৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ব্যবসায় শিক্ষা ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেয়ার অনুমতি দেয়। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সবার দেশ/কেএম