Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ১৭ এপ্রিল ২০২৫

নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সাহেলা পারভিন। 

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনের বিস্তারিত

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদফিতরে সংযুক্ত করা হয়েছে, এবং সাহেলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ বদলি শিক্ষার্থীদের দাবির প্রত্যক্ষ ফল হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষার্থীদের আন্দোলন

বুধবার সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ আন্দোলনের অংশ হিসেবে তারা কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভের তীব্রতা বাড়লে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) সারাদেশে অহিংস আন্দোলনের মাধ্যমে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেন। রাতে সড়ক ছেড়ে দেয়ার আগে তারা এ নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের অপসারণ, যা এখন পূরণ হয়েছে। তবে অন্যান্য দাবি, যেমন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ, এখনও অমীমাংসিত রয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটে বর্তমানে ১২টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে প্রশাসনিক অদক্ষতা, সুযোগ-সুবিধার অভাব, এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে, যা এ তীব্র বিক্ষোভের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যক্ষের বদলির পর শিক্ষার্থীদের আন্দোলনের গতিপ্রকৃতি এবং বাকি দাবি পূরণের বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সবার দৃষ্টি রয়েছে। বৃহস্পতিবারের ঘোষিত রেল অবরোধ কর্মসূচি বাস্তবায়িত হলে এটি কারিগরি শিক্ষা খাতে আরও বৃহত্তর প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: