Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবি ও কুমিল্লায় হামলার প্রতিবাদ

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
ছবি: সবার দেশ

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে দেশব্যাপী গণমিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজের পর ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি তেজগাঁওয়ের আদর্শ স্কুল অ্যান্ড কলেজ রোড ও সাতরাস্তা হয়ে ক্যাম্পাসের দক্ষিণ গেটে গিয়ে অবস্থান নেয়। মিছিলে শিক্ষার্থীরা ‘এক হও, পলিটেকনিক এক হও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, হাইকোর্টের সংশ্লিষ্ট রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলায় জড়িতদের চাকরিচ্যুতি, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন। এছাড়াও, বেসরকারি পলিটেকনিকে পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাব ও অতিরিক্ত ফি আদায়ের মতো সমস্যার সমাধানও তারা দাবি করছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এ কাফন মিছিলের ঘোষণা দেয়। এর আগে একই দিন সন্ধ্যায় সারাদেশে মশাল মিছিল করে শিক্ষার্থীরা, যেখানে তারা শিক্ষা মন্ত্রণালয়ের ‘নাটকীয় বৈঠক’ ও কুমিল্লায় হামলার তীব্র নিন্দা জানায়। কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, আমরা প্রতারণামূলক বৈঠক প্রত্যাখ্যান করেছি। কুমিল্লায় আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা আরও কঠোর কর্মসূচি নিয়ে এগোচ্ছি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের ১৬ সদস্যের প্রতিনিধি দল অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করে। তবে মন্ত্রণালয় কোনো লিখিত প্রতিশ্রুতি বা নিয়োগবিধি সংশোধনের প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা বৈঠকের ফলাফলে অসন্তুষ্টি প্রকাশ করে। মাসফিক ইসলাম, একজন প্রতিনিধি, বলেন, মন্ত্রণালয় আমাদের প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

প্রায় দেড় মাস ধরে শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড়ে অবরোধ, সড়ক ও রেলপথ ব্লকেডসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে তারা সাতরাস্তায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে, যার সমর্থনে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে।

নাটোর, নরসিংদী, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা কারিগরি শিক্ষা বোর্ডের অব্যবস্থাপনা ও পলিটেকনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও উত্থাপন করেছে। শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।

সবার দেশ/কেএম