Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২১ এপ্রিল ২০২৫

শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩

শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩
ফাইল ছবি

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, সোমবার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়, তবে তারা এজহারভুক্ত আসামি নন। রোববার ভোরে পারভেজের ভাই হুমায়ুন কবির ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ পাঁচজনকে আসামি করা হয়।

ঘটনার সূত্রপাত শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায়, যখন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর তর্কাতর্কি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করে। কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ইংরেজি ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে পারভেজকে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: