পারভেজ হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারি কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইছুল ইসলাম রানা প্রমুখ।
এসময় বক্তারা ছাত্রদল নেতা পারভেজের নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সবার দেশ/কেএম