সিটি কলেজ দুই দিন বন্ধ
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত ৫

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সংঘর্ষের ঘটনায় সহিংসতা এড়াতে সিটি কলেজ আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল ২০২৫) বন্ধ ঘোষণা করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন।
আহতরা হলেন: ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮), মো. শামীম (১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০) এবং শিক্ষার্থী মো. সিয়াম (১৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থী শামীমের কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকরা শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে। সিটি কলেজের অবকাঠামোগত ক্ষতির জন্য প্রশাসনের কাছে বিচার চাওয়া হয়েছে। ভবিষ্যতে সংঘাত এড়াতে দুই দিন কলেজ বন্ধ থাকবে। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে জানান, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছিলো, যার জেরে মঙ্গলবারের সংঘর্ষ ঘটেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সবার দেশ/কেএম