কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে
ক্লাস বর্জনের ডাক সারাদেশে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সোয়া ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ ঘোষণা দেন। এ সময় ঢাবি, বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মুসাদ্দিক জানান, বুধবার সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করা হবে। প্রতিটি ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় এক দফা দাবিতে ঢাবি’র রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
এর আগে, রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘এক দুই তিন চার, মাসুদ তুই গদি ছাড়’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের অবরোধ শেষে রাত ১২টা ১৫ মিনিটে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা শাহবাগ ত্যাগ করেন।
কুয়েট শিক্ষার্থী সৈকত বলেন, আমরা অনশনে আছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য কৃতজ্ঞতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসবেন। এটি স্বৈরাচারদের জন্য দৃষ্টান্ত হবে। বুয়েট শিক্ষার্থী আব্দুন নুর তুষার বলেন, কুয়েট শিক্ষার্থীরা ৩৬ ঘণ্টা ধরে অনশনে। আমরা কি ক্লাসে যেতে পারি? সব ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হোক। চুয়েট শিক্ষার্থী আহনাফ তাহমিদ ও জবি শিক্ষার্থী মাসুদ রানা অবিলম্বে ভিসির পদত্যাগ ও প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঢাকা কলেজের শিক্ষার্থী সালাউদ্দিন জাবেদ বুধবারের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
এদিকে, ভিসির পদত্যাগের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অনশন চলমান।
সবার দেশ/কেএম