Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:৫২, ১৩ জানুয়ারি ২০২৫

কমপ্লিট শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কমপ্লিট শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সবার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অনশন করে আসছেন, যার সাথে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তিনটি দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: 

১. দ্বিতীয় ক্যাম্পাসের সেনাবাহিনীর হাতে হস্তান্তর
২. শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং
৩. অস্থায়ী আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা ধরনের কর্মসূচি পালন করছেন। অনশনের ফলে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের সমর্থনে প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের ফটকে তালা ঝুলিয়ে 'শাটডাউন' কর্মসূচি পালন করেছেন। 

এছাড়া, প্রধান ফটকে তালা লাগানোর কারণে ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে। 

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: