Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৪২, ২২ মার্চ ২০২৫

গণ-অভ্যুত্থানের পর বর্তমান সংবিধান আর কার্যকর নেই

১৬ বছরে ভোটার, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব এনসিপি’র

এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কারের কাজ শেষ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এ গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে।

১৬ বছরে ভোটার, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব এনসিপি’র
ছবি: সবার দেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সারোয়ার তুষার বলেন, আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।

বর্তমানে বাংলাদেশের প্রচলিত আইনে ভোটার হতে হলে ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর, আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে হতে হয় ২৫ বছর বয়সী। এনসিপি মনে করে, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে এ বয়সসীমা কমানো প্রয়োজন।

গণ-অভ্যুত্থানের পর বর্তমান সংবিধান আর কার্যকর নেই বলে দাবি করে নতুন সংবিধান রচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন সারোয়ার তুষার।

তিনি বলেন, এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কারের কাজ শেষ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এ গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে।

তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি তরুণদের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় বলে জানান দলটির যুগ্ম আহ্বায়ক।

সবার দেশ/কেএম