Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ এপ্রিল ২০২৫

বিইআরসির ঘোষণা

শিল্পখাতে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি

শিল্পখাতে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নতুন মূল্য কাঠামো অনুযায়ী, শিল্প গ্রাহকদের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ গ্যাসের দাম ৩০.৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মূল্যবৃদ্ধি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। 

পেট্রোবাংলা পূর্বে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য গ্যাসের দাম ৭৫.৭২ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো, যেখানে বিদ্যমান গ্রাহকদের দাম অপরিবর্তিত রাখার কথা বলা হয়। তাদের দাবি ছিলো, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে। তবে এ প্রস্তাব তীব্র সমালোচনার মুখে পড়ে। গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসির শুনানিতে ব্যবসায়ী ও সংগঠনের নেতারা শিল্পে দুই ধরনের দর নির্ধারণের বিরোধিতা করেন। তারা যুক্তি দেন, এটি শিল্পে অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং নতুন বিনিয়োগে বাধা হবে। 

জালাল আহমেদ জানান, শিল্পখাতের প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বিবেচনা করে দুই ধরনের দরের প্রস্তাব বাতিল করা হয়েছে। তবে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ মূল্যবৃদ্ধি অপরিহার্য ছিল। 

প্রভাব নিয়ে উদ্বেগ

ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন, গ্যাসের দাম বৃদ্ধি শিল্পের উৎপাদন ব্যয় বাড়াবে, যা পণ্যের দাম ও মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রফতানিমুখী শিল্প যেমন তৈরি পোশাক খাত এ সিদ্ধান্তের প্রভাবে প্রতিযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 

বিইআরসি জানিয়েছে, তারা ভোক্তা ও শিল্পের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। তবে, এ সিদ্ধান্ত শিল্পখাতের ভবিষ্যৎ ও দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে। 

গ্যাসের দাম বৃদ্ধি শিল্পখাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও, জ্বালানি খাতের ঘাটতি মোকাবিলায় এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞ মহলে। তারা পাশাপাশি েএও বলছেন, সরকারের উচিত শিল্পখাতকে এ প্রভাব থেকে সুরক্ষা দিতে প্রণোদনা ও সহায়তা বাড়ানো। 

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: