Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২৪ জানুয়ারি ২০২৫

বলিউডে ব্ল্যাকলিস্টেড স্বরা ভাস্কর

বলিউডে ব্ল্যাকলিস্টেড স্বরা ভাস্কর
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই সাহসী, স্পষ্টভাষী ও নির্ভীক স্বভাবের এক পরিচিত মুখ। রাজনৈতিক ও সামাজিক যে কোনো বিষয় নিয়ে কথা বলতেই তিনি কখনোই পিছপা হন না।

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বরা বলেছেন, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে। যে কারণে তার অভিনয় প্রতিভা সম্পূর্ণ উপেক্ষিত করা হয়েছিল। এর প্রভাব পড়েছে অভিনেত্রীর ক্যারিয়ারেও।

সাক্ষাৎকারে স্বরা বলেন, রাজনৈতিক মতামতের কারণে আমাকে বলিউডি ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। অস্বীকার করে লাভ নেই। বিষয়টা এখন সকলেরই জানা। কিন্তু এ নিয়ে আমার মনে কোনও কষ্ট নেই। আমি ওই পথ বেছে নেয়ার সময় থেকেই জানতাম যে এর জন্য আমায় মূল্য দিতে হবে।

তার মতে, আমার খারাপ লেগেছে। কষ্ট হয়েছে। তবে কাজ করতে জানি, আমি খুব দক্ষ অভিনেত্রী। তাই বিশ্বাস করি ভবিষ্যতেও সেটা পারব। তাই ব্ল্যাকলিস্টেড হওয়ায় কষ্ট হয়েছিল। তবে আমি বুঝতে পারি কেন এবং কাদের জন্য এমনটা হয়েছিল।

শেষে বলেন, আমরা এমন একটা সময়ে বাস করি, এমন একটি দেশে যেখানে প্রধান শক্তি এবং ক্ষমতায় থাকা লোকেরা তাদের মতামতের সঙ্গে একমত না হওয়ার জন্য মানুষকে শাস্তি দিয়ে থাকেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ভিন্নমতকে অপরাধ ঘোষণা করবেন এবং ভিন্নমতকে দেশবিরোধী বলেও ধরে নেবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: