Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৩১ জানুয়ারি ২০২৫

সালমান খানের বোন সড়ক দুর্ঘটনার শিকার

সালমান খানের বোন সড়ক দুর্ঘটনার শিকার
ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তার আরেকটি পরিচয় হলো তিনি পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। খবর এনডিটিভির

হাড়গোড় ভেঙে চুরমার, মুখ ফেটে রক্ত বের হচ্ছে। সে ছবি শ্বেতা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠেছে বলিউড। 

দুই দিন আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তারও হাত ভেঙে গেছে, মুখে কাটার দাগ। এরপরেই শ্বেতার দুর্ঘটনার খবরে স্তব্ধ বলিউড।

কী করে এত বড় দুর্ঘটনা ঘটলো ‘ভাইজান’-এর ‘বোন’-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই শ্বেতা নিজেই পুরো ঘটনা জানিয়েছেন। 

অভিনেত্রীর কথায়, জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পরমুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!

বাইকের ধাক্কায় অনেকটা দূরে সজোরে ছিটকে পড়েন অভিনেত্রী। সারা শরীরে অসহ্য যন্ত্রণা, চেহারায় আঘাত নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। 

বাইকের ধাক্কায় জ্ঞান হারান শ্বেতা। এরপরই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জ্ঞান ফিরলে দেখেন, বিছানায় শুয়ে আছেন। 

চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। ওপরের ঠোঁট কেটে গেছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

এতো শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। তার পোস্টে লিখেছেন, হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরবো, আরও শক্তিশালী হয়েই ফিরবো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: