Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০২:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৫

পিয়া জান্নাতুল, লালেও অতুল!

পিয়া জান্নাতুল, লালেও অতুল!
ছবি: সংগৃহীত

ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সংবাদের শিরোনামে আসা পিয়া জান্নাতুল, ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি একাধারে মডেল, অভিনেত্রী ও ব্যারিস্টার। তবে তার ফ্যাশন কন্টেন্ট নেটিজেনদের মধ্যে প্রবল আগ্রহের বিষয়।

সম্প্রতি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি গর্জিয়াস লুক নিয়ে উপস্থিত হন, যেখানে লাল পোশাক, হালকা সাজ ও হাস্যজ্বল অবস্থায় তাকে দেখা যায়। মুহূর্তের মধ্যে, এ ছবিটি তার ভক্তদের প্রশংসার স্রোত তৈরি করেছে।

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া জান্নাতুল। এরপর তিনি র‌্যাম্প মডেলিং এর মাধ্যমে ২০০৮ সালে কর্মজীবন শুরু করেন। ফ্যাশন মডেল হিসেবে তিনি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন পিয়া। এছাড়া, মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্যও অর্জন করেন তিনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: