Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

নিজেকে ভালবাসার বার্তা তমন্নার!

‘শরীরের প্রতিটা অংশ ছুঁয়ে দেখি রোজ’ 

‘শরীরের প্রতিটা অংশ ছুঁয়ে দেখি রোজ’ 
ছবি: সংগৃহীত

নিজের শরীরকে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তমান্না বলেন, দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।

দক্ষিণী ছবি থেকে বলিউড, এ প্রজন্মের হার্টথ্রব তমান্না ভাটিয়া। 

একের পর এক ছবিতে কখনও আইটেম নম্বরে তো কখনও নায়িকা হয়ে জাদু ছড়াচ্ছেন লাস্যময়ী তমান্না। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজেকে ভালোবাসার বার্তা দিলেন এ লাস্যময়ী অভিনেত্রী। 

সাক্ষাৎকারে তমন্না বলেন, আমি আমার নিজের শরীরকে ভালোবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। 

অভিনেত্রী আরও বলেন, শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করবো না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়।

তমান্না বলেন, দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।'

তবে এবারই প্রথম নয়, এর আগেও শরীরকে ভালোবাসার বার্তা দিয়েছিলেন তমান্না।
 
সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: