Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ৫ এপ্রিল ২০২৫

গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

পরীমণিকে গ্রেফতারের দাবি

পরীমণিকে গ্রেফতারের দাবি
ফাইল ছবি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে তার বাসার গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পিংকি আক্তার নামে একজন গৃহকর্মী রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে থানা পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসায় কর্মরত এক গৃহকর্মীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগের বিবরণ:

গৃহকর্মী পিংকি আক্তার অভিযোগে জানান, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরীমণি তাকে মারধর করেন। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে আহত পিংকি থানায় জিডি করতে বাধ্য হন।

সামাজিক প্রতিক্রিয়া:

ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। কেউ কেউ তার অতীত বিতর্কিত কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

অতীত বিতর্ক ও মামলা:

পরীমণির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২১ সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে অ্যালকোহল পান করে বিল না দিয়ে চলে যান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বাসায় র‍্যাব অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে। সে মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছিলো।

দাবি গ্রেফতারের:

ঘটনার তদন্ত চললেও এখনো পরীমণির বিরুদ্ধে কোনওে আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়া হয়নি। তবে সাধারণ নাগরিক ও নেটিজেনদের একাংশ দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ চায়।

আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস:

ভাটারা থানার ওসি আশ্বস্ত করেছেন যে, আইনের আওতায় থেকে সঠিক তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: