Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৩২, ৬ এপ্রিল ২০২৫

‘সবার আগে বাংলাদেশ’-এর ব্যতিক্রমী আয়োজন

চার শহরে স্বাধীনতা কনসার্ট একই দিনে

চার শহরে স্বাধীনতা কনসার্ট একই দিনে
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী দেশপ্রেম ও সংস্কৃতির চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজন করছে এক ব্যতিক্রমী কনসার্ট। একই দিনে—১১ এপ্রিল, দেশের চারটি বড় শহরে একযোগে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। আয়োজকদের মতে, এ অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং জাতীয় দিবস উদযাপনের একটি নতুন মাত্রা।

এর আগে বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট, যেখানে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। এবার স্বাধীনতা দিবসের আয়োজনে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার দর্শকরাও সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

ঢাকায় প্রধান আকর্ষণ জেমস

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। সঙ্গে থাকছে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আফটার ম্যাথ, আপেক্ষিকসহ একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী—প্রীতম হাসান, পড়শী, মিলা, আগুন, ফেরদৌস ওয়াহিদ, হায়দার হোসেন, অনিমেষ রায়, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী প্রমুখ।

চট্টগ্রামে বৈচিত্র্যপূর্ণ শিল্পী সমাহার

এম এ আজিজ স্টেডিয়ামে মাতাবেন মাইলস, সোলস, আর্ক, লালন ও অ্যাশেজসহ একাধিক ব্যান্ড। একক শিল্পীদের তালিকায় থাকছেন ইমরান, কোনাল, তাসনিম আনিকা, সালমা, ইথুন বাবু, রায়হান, শুভ্র প্রমুখ।

খুলনায় সোনার বাংলা সার্কাস থেকে তাহসান পর্যন্ত

খুলনা জেলা স্টেডিয়ামে গাইবেন আর্বোভাইরাস, ওয়ারফেজ, বাংলা ফাইভসহ দেশের তুমুল জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা। একক পারফরম্যান্স করবেন আসিফ আকবর, তাহসান খান, মনির খান, বালাম, কনা, জয় শাহরিয়ার, লিজা, রুখসার রহমান প্রমুখ।

বগুড়ায় আর্টসেল ও বেবী নাজনীন

বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে থাকছে আর্টসেল, ডিফারেন্ট টাচ, অ্যাভয়েড রাফা, ভাইকিংসসহ ব্যান্ডগুলোর পরিবেশনা। একক শিল্পী হিসেবে পারফর্ম করবেন খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, হৃদয় খান, লুইপা, কর্নিয়া, রাজীব ও মুহিন।

জাতীয় সংস্কৃতির ব্র্যান্ডিংয়ে দৃষ্টি

আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিদেশি শিল্পীদের আমদানি নয়, নিজেদের সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমাদের দেশে রয়েছে অসংখ্য মেধাবী শিল্পী। জাতীয় দিবসে তাদের ব্র্যান্ডিং করতেই এ কনসার্ট।

তিনি আরও বলেন, দেশকে ধারণ করেই আমরা এগোতে চাই। আমাদের ইতিহাস, সংস্কৃতি ও গৌরব গানে গানে তুলে ধরতেই চার শহরের এ একযোগ আয়োজন।

সময়সূচি ও আয়োজনের বৈচিত্র্য

কনসার্ট শুরু হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার, দুপুর ৩টা থেকে এবং চলবে রাত ১১টা পর্যন্ত। চার শহরের প্রতিটি ভেন্যুতে থাকবে স্থানীয় লোকসংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাধীনতার ইতিহাসভিত্তিক উপস্থাপনা।

বাংলাদেশের চারটি প্রধান শহরে একযোগে অনুষ্ঠিতব্য এ স্বাধীনতা কনসার্ট হবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক যুগান্তকারী পদক্ষেপ। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গড়ে ওঠা এ আয়োজন জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে অনন্যভাবে।

সবার দেশ/কেএম