ভাঙনের সুর! কোন সে ‘ব্ল্যাকমেলার’?
পরীমণি-সাদী প্রেমের ক্ষীর জমার আগেই ফেটে গেলো?

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গল্প যেনো এখন রহস্য আর গুঞ্জনের জালে জড়িয়েছে। একসময় একে অপরের প্রতি ভালোবাসার ছবি, পিঠার ভিডিও আর ফেসবুক পোস্টে ভক্তদের মুগ্ধ করা এ জুটির মধ্যে এখন দূরত্বের ছায়া।
আর এ দূরত্বের পেছনে রয়েছে এক ‘ব্ল্যাকমেলার’—এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরীমণি।
কিছুদিন আগেও পরীমণি ও শেখ সাদীর সম্পর্ক ছিলো শোবিজের ‘ওপেন সিক্রেট’। একসঙ্গে ঘোরাঘুরি, ফেসবুকে একে অপরের গান-ছবি শেয়ার, এমনকি সাদীর মায়ের পাঠানো পিঠার ভিডিও পরীমণির ফেসবুকে—সবই বলছিলো তাদের সম্পর্কের গভীরতার কথা। সাদীও পরীমণির বিপদের সময় পাশে থেকে জামিনদার হওয়ার মতো দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু হঠাৎ কী এমন হলো, যে তাদের মধ্যে মান-অভিমানের কালো মেঘ ঘনিয়ে এলো?
সম্প্রতি পরীমণি তার ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন শুধু একটি শব্দ—‘ব্ল্যাকমেলার’। একইভাবে, সাদীও কালো ব্যাকগ্রাউন্ডে পোস্ট করেছেন তিনটি ডট (...), যেন নীরবতায় কিছু বলতে চাইছেন। এ রহস্যময় পোস্ট দুটি নেটিজেনদের মনে ঝড় তুলেছে। কেউ বলছেন, ‘পরীও সাদীকে ছ্যাঁকা দিলো!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘বিষয়টা সিরিয়াস মনে হচ্ছে।’ ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন—এ ‘ব্ল্যাকমেলার’ কে?
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ দূরত্বের পেছনে রয়েছে পরীমণির বাসায় অল্প সময় কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। অভিযোগ, ওই গৃহকর্মী দায়িত্বে অবহেলার কারণে চাকরি হারানোর পর সোশ্যাল মিডিয়ায় পরীমণি ও সাদীকে নিয়ে বিভ্রান্তিকর ও মুখরোচক তথ্য ছড়িয়েছেন। এ তথ্য কেবল তাদের সম্পর্কেই ফাটল ধরায়নি, বরং তাদের সামাজিক ইমেজেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনা নিয়ে পরীমণি ও সাদী দুজনেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও প্রকাশ্যে মুখ খোলেননি।
পরীমণির প্রেমের গল্প তো নতুন নয়। পরিচালক, নায়ক থেকে শুরু করে সর্বশেষ শরীফুল রাজের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ—তার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে। অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী তার গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। পরীমণির পাশে থাকার মাধ্যমে তিনি শোবিজেও বেশ চর্চিত হয়েছেন। তবে এ ‘ব্ল্যাকমেলার’ বিতর্ক কি তাদের সম্পর্কে স্থায়ী ফাটল ধরাবে, নাকি এটি কেবল মান-অভিমানের একটি অধ্যায়? সেটা জানতে সময়ের অপেক্ষা।
এদিকে, নেটিজেনরা ইতিমধ্যে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। একজন লিখেছেন, ‘সাদী ভাই, এত তাড়াতাড়ি ভাঙনের পোস্ট দিলেন?’ আরেকজন মজা করে বলেছেন, ‘পরীমণির পরী আর সাদীর পরী কি একই?’ যদিও পরীমণি তার ‘ব্ল্যাকমেলার’ পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন, তবু ভক্তদের কৌতূহল থামছে না।
এ প্রেমের গল্পে কী হবে পরবর্তী মোড়? পরীমণি ও সাদী কি আবার একে অপরের কাছে ফিরবেন, নাকি এ ‘ব্ল্যাকমেলার’ তাদের গল্পের ইতি টানবে? শোবিজের এ রসালো নাটকের পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করছে সবাই।
সবার দেশ/কেএম