বাথরুমে পড়াশোনা করে ফার্স্ট হন বলিউড অভিনেত্রী!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’-সহ একাধিক হিট সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি সবার নজর কেড়েছেন।
শাহরুখ খান, প্রীতি জিনতা থেকে ইরফান খানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশ, এক সাক্ষাৎকারে দিব্যা তার ছোটবেলার এক মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, ছোটবেলায় তাকে বাথরুমে বসে পড়াশোনা করতে হতো। এর পিছনে ছিলো এক অদ্ভুত কারণ।
দিব্যার শুয়ে পড়ার অভ্যাস ছিলো, ফলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। তার মা বলেছিলেন, চেয়ারে বসে সোজা হয়ে পড়তে হবে। মজা করে দিব্যা বলেছিলেন, তাহলে বাথরুমে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হোক। মা সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা করে দেন। এরপর বাথরুমে বসেই পড়াশোনা শুরু করেন দিব্যা, কারণ সেখানে শুয়ে পড়া বা ঘুমানোর কোনো সুযোগ ছিলো না।
হাসতে হাসতে অভিনেত্রী জানান, সে বছর তিনি ক্লাসে প্রথম হয়েছিলেন। এ ঘটনা আজও তাকে হাসায়। যদিও ছোটবেলায় এ ব্যবস্থাকে তিনি শাস্তি ভেবেছিলেন।
সবার দেশ/কেএম