Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ২২ এপ্রিল ২০২৫

তসলিমা অবশেষে হিরো আলমকে ধরলেন!

তসলিমা অবশেষে হিরো আলমকে ধরলেন!
ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার কবিতার পাতার নয়, কটাক্ষের কেন্দ্রে। এবার তাকে একহাত নিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। 

প্রবাসী এ লেখিকা হিরো আলমের সাম্প্রতিক পারিবারিক ঘটনার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হিরো আলমকে ‘চরম নারীবিদ্বেষী চরিত্র’ আখ্যা দিয়ে তার স্ত্রীর প্রতি ব্যবহারের কড়া সমালোচনা করেন।

এক ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিলো! হিরো আলমের টাকা আছে বলে?  

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, আমি ভেবেছিলাম মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করে সে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। যেভাবে সে রিয়ামনিকে হেয় করছে, আক্রমণ করছে, তাতে বোঝা যাচ্ছে—সে একজন কট্টর পুরুষতান্ত্রিক।

স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া, শ্বশুরের মৃত্যুতে যথাযথ শোক প্রকাশ না করা কিংবা হাসপাতালে উপস্থিত না থাকার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে হিরো আলমের বক্তব্যকে তসলিমা ‘গৃহদাসী ভাবনার প্রমাণ’ বলেও উল্লেখ করেন।  

তিনি বলেন, হিরো আলম জনগণকে শেখাচ্ছে যে স্ত্রী মানেই দাসী, স্বামীর অনুগত সেবিকা। এভাবে নারীবিদ্বেষ ছড়িয়ে দিলে সমাজে অন্যায়ের বৈধতা তৈরি হয়।  

রিয়ামনিকে উদ্দেশ করে তসলিমার পরামর্শ, এ নোংরা নারীবিদ্বেষী সমাজে নিজের পরিচয়, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াও রিয়ামনি। পেছনের কণ্ঠস্বরকে পাত্তা দিও না।

তবে শুধু হিরো আলম নয়, বাংলাদেশ নিয়েও সোচ্চার তসলিমা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও মন্তব্য দিয়ে সমালোচনার মুখে রয়েছেন। তার সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলোতেও দেশবিরোধী গন্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।

তসলিমার এ মন্তব্যে হিরো আলমের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ঘিরে চলছে তীব্র আলোচনা।  

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: