Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৮ এপ্রিল ২০২৫

নেটিজেনরা বলছেন এমন মন্তব্য ভারতের ভাবমূর্তি নষ্ট করছে

বলিউড অভিনেতার টানা ১৫ দিন মুত্রপান

বলিউড অভিনেতার টানা ১৫ দিন মুত্রপান
অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল তার সাম্প্রতিক মন্তব্যে আবারও আলোচনার ঝড় তুলেছেন। তিনি জানিয়েছেন, হাঁটুর চোট সারাতে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন। ‘দ্য লালানটপ’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

পরেশ জানান, রাজকুমার সন্তোষীর ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় তার হাঁটুতে গুরুতর চোট লাগে। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসকরা জানান, চোট সারতে ২ থেকে আড়াই মাস সময় লাগবে। এ সময় অজয় দেবগণের বাবা তাকে পরামর্শ দেন, প্রতিদিন সকালে প্রথম প্রস্রাব পান করলে দ্রুত সুস্থ হওয়া যাবে। তবে এর আগের রাতে মদ, ধূমপান বা খাসির মাংস খাওয়া যাবে না।

প্রথমে এ পরামর্শে গা ঘিনঘিন করলেও, সুস্থ হওয়ার আশায় পরেশ ১৫ দিন এটি মেনে চলেন। পরবর্তী এক্স-রে রিপোর্টে চিকিৎসকরা অবাক হন, কারণ চোট দ্রুত সেরে উঠছিলো। আড়াই মাসের বদলে মাত্র দেড় মাসে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ এটিকে অবিশ্বাস্য ও অপ্রীতিকর মনে করছেন, কেউ লিখছেন, এসব শুনেই বমি পাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এ ধরনের মন্তব্য ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। এর আগেও পরেশ গুজরাট নির্বাচনের সময় বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। তবে তিনি বরাবরই নিজের বক্তব্যে অটল থাকেন।

বর্তমানে পরেশ ‘হেরা ফেরি ৩’-এর শুটিংয়ে ব্যস্ত এবং তার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমার কাজ।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হলেও, মুত্রপানের স্বাস্থ্য উপকারিতা নিয়ে কোনও বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি ভারতের কিছু ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির অংশ হলেও, চিকিৎসকরা এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

সূত্র: দ্য লালানটপ

সবার দেশ/কেএম