Advertisement

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫২, ৩০ ডিসেম্বর ২০২৪

জুয়ার অ্যাপ প্রচারণায় জান্নাতুল পিয়া!

জুয়ার অ্যাপ প্রচারণায় জান্নাতুল পিয়া!
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় অংশগ্রহণের ঘটনা এক নতুন বিষয় নয়। অনেক তারকা ইতিমধ্যে সরাসরি শুভেচ্ছাদূত হিসেবে অথবা তাদের অনুষ্ঠানগুলোর স্পনসরশিপের মাধ্যমে এ ধরনের অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। এমন তারকাদের মধ্যে নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, এবং শবনম বুবলী উল্লেখযোগ্য।

এবার, নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় বক্তব্য দেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি জুয়ার অ্যাপের লোগোযুক্ত একটি টি-শার্ট পরেছিলেন। যদিও পিয়া দাবি করেছেন, তিনি এ অ্যাপের শুভেচ্ছাদূত নন।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে, তাকে প্রশ্ন করা হয় যে, তিনি জানতেন কিনা অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতা ছিল। তবে পিয়া এ প্রশ্নের কোনো উত্তর দেননি এবং এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি শুধুমাত্র বলেছেন, আমি একজন ক্রিকেটপ্রেমী, এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি।

এছাড়া, জান্নাতুল পিয়ার পরিহিত জুয়ার অ্যাপটি বাংলাদেশের একটি জনপ্রিয় জুয়া এজেন্টের অ্যাপ, যা প্রায় ১০ বছর ধরে চালু রয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী, যেকোনো ধরনের জুয়া এবং বাজি ধরা নিষিদ্ধ। এর প্রচার-প্রচারণাও আইনগতভাবে নিষিদ্ধ। সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো অ্যাপ বা পোর্টাল তৈরি বা পরিচালনা করেন, অথবা জুয়া খেলার জন্য উৎসাহ প্রদান করেন, তবে এটি অপরাধ হিসেবে গণ্য হবে।

এ ধরনের প্রচারণায় তারকাদের যুক্ত হওয়া অনেকের জন্য উদ্বেগের বিষয়, কারণ এটি আইনভঙ্গের পাশাপাশি যুব সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: