Advertisement

সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২ জানুয়ারি ২০২৫

চলচ্চিত্র পরিচালক অরুণ রায় মারা গেছেন 

চলচ্চিত্র পরিচালক অরুণ রায় মারা গেছেন 
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক অরুণ রায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ‘বাঘা যতীন’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি।

শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। যদিও গত বছরের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কেমো নেয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অরুণ রায় ২০১১ সালে ‘এগারো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘হীরালাল’ সিনেমা দিয়ে দর্শকদের মনে স্থান করে নেন তিনি। তার বানানো শেষ সিনেমা ছিল ‘বাঘাযতীন’। 

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিনেতা বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু শোক জানিয়েছেন।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়: